ঢাকা
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৫

চান্দিনায় গড়ে উঠবে দেশের প্রথম ‘এআই পাওয়ার্ড ভিলেজ’

শাহাজাদা এমরান,কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার প্রত্যন্ত গ্রাম কৈলাইন। উপজেলার জোয়াগ ইউনিয়নের এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের আচার্য পন্ডিত শীলভদ্র। সেই গ্রামেই গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ)। ক্ষমতায়ন, উদ্ভাবন ও বাংলাদেশের প্রবৃদ্ধি এই ৩টি স্লোগান ধারণ করে ওই গ্রামের কার্যক্রম এগিয়ে নেয়া হবে।

পাটোয়ারি ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থা এই উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। জাতিংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর আর্থিক সহযোগিতায় যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি ডি-রেডি এবং বাংলাদেশের এআইআইটি সংস্থার প্রযুক্তিগত সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানাগেছে।

কৈলাইলন তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পাল কার্যক্রম সম্পর্কে জানিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম’ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ভাবে ২টি দল গঠন করা হয়েছে। একটি দলে কৈলাইন-তুলপাই উচ্চ
বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী সদস্য রয়েছে। যারা মেধাবী এবং উদ্যমী। অপর একটি দলে গ্রামের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য রয়েছে। সেই লক্ষ্যে দুইটি দলকে পৃথকভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাটোয়ারি ফাউন্ডেশন তাদেরকে উন্নতজাতের পেঁপে, মরিচ, শাক-সবজীর চারা এবং মুরগীর বাচ্চা প্রদান করবে। যাতে এগুলো লালন-পালন করে তারা নিজেদের পরিবারকে নিয়ে স্বাবলম্বী হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থী দলটিকে কৈলাইন-তুলপাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অপর দলটিকেও এর আগে গ্রামেই প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আলমগীর হোসেন, ড. পারভিন আখতার এর নেতৃত্বে বিশেষজ্ঞদল সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন।

যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি ডিজিটাল রিডনেস এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লি. (ডি-রেডি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আলমগীর
হোসেন বলেন- দলের সদস্যরা পেঁপে, মরিচ, শাক-সবজীর চারা এবং মুরগীর বাচ্চা আধুনিক ব্যবস্থাপনায় লালন-পালন করবে। ৭ দিন পর পর এগুলোর ছবি তুলে আপলোড করবে। যে কোন রোগ বা সমস্যা ধরা পরলে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সমাধান করবে। এরই মধ্যে কৈলাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আমরা
ল্যাপটব, পানি এবং মাটি পরিক্ষার সেন্সর, আইপেড, স্মার্টফোন, প্রজেক্টর এবং ‘এআই ইন স্কুল’ নামের বই সরবরাহ করেছি।

এই গবেষক আরো জানান, পাটোয়ারি ফাউন্ডেশন কোন সদস্যকে টাকা-পয়সা দিবে না। সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। যাতে তারা নতুন নতুন প্রকল্প সৃষ্টির চেষ্টা করে নিজেরাও স্বাবলম্বী হয় এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজের এঙ্গলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয় সহ তিনটি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ের অধ্যাপক হিসেবে শিক্ষকতা জীবন অতিবাহিত করেন ড. আলমগীর হোসেন। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের জন্মস্থান কৈলাইন গ্রামেই গড়ে তুলতে চান কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ)।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram