চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'পিপড়া' ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের চিলমারীতে ৬৭৫ পরিবারকে শীতবস্ত্র হিসেবে টুপি ও গায়ের চাদর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চিলমারী সরকারি কলেজ মাঠে ৬৭৫ শীতার্ত পরিবারের মাঝে একটি করে টুপি ও গায়ের চাদর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
এসময় উপস্থিত ছিলেন পিপড়া ফাউন্ডেশনের পরিচালক মিজানুর রহমান মানিক, প্রেসক্লাব সভাপতি মনিরুল আলম লিটু, আসাদুজ্জামান তারা, মামুন অর রশিদ, রাকু প্রমুখ।