মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: “বিজ্ঞান নিয়ে পড়বো, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়বো” এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে উদ্বোধন করা হলো ৩ দিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা।
বৃহস্পতিবার বেলা ১২ টায় খন্জনপুর ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি-আইএমএমএম প্রাঙ্গনে আইএমএমএম এর পরিচালক জন লিটন মুন্সির সভাপতিত্বে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর এর সদস্য যুগ্ম সচিব রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সাইনটিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস।
মেলায় নিম্ন মাধ্যমিক পর্যায়ের ৩০টি, মাধ্যমিক পর্যায়ের ৫৯টি ও উচ মাধ্যমিক পর্যায়ের ২৭টিসহ মোট ১শ'১৬টি গবেষণা প্রকল্প নিয়ে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শ'২৫ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।