আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ধান রোপণকারী এক শ্রমিক মারা গেছেন। ওই শ্রমিক নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্যছাতনাই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৪৫)।
জানা যায়, মমতাজ তার সঙ্গীদের সাথে মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে আত্রাইয়ের মহাদিঘী গ্রামের কালাম সরদারের জমিতে ধান রোপণকরার জন্য আসেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তিনি মহাদিঘী রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী আন্ত:নগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ এম্বুলেন্স যোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।