বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যে ‘‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।