মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহার, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে ভোজ্যতেলের মূল্য বেশি নেয়ার অভিযোগে চারটি দোকানে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টায় পৌরশহরের পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিরামপুর পৌরশহরের পুরাতন বাজারে খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং কয়েকটি মুদিখানায় বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। পরে, অভিযোগের ভিত্তিতে আজ সোমবার বিকেলে বিশেষ টাস্কফোর্স মনিটরিং কার্যক্রমের আওতায় চাল, ডিম আলু, মুরগী, সবজি ইত্যাদি নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিরামপুর পৌরশহরের পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অভিযোগে পদ্মকলি সুইটসকে ৫ হাজার টাকা, চারভাই স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুইভাই স্টোরকে ২ হাজার টাকা এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ফরহাদ স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।