চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে চৌকা সীমান্তে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি। আজ সোমবার বিকালে বাখরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর এসএম ইমরুল কায়েস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কিরনগঞ্জ বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম, চৌকা বিওপি কমান্ডার নায়েব সুবেদার ধীরেন্দ্রনাথ, স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন ও মোহাম্মদ বাদশা।
অনুষ্ঠানে ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।