ঢাকা
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

বিরামপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে বিরামপুর উপজেলা পরিষদ।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ চত্বর থেকে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের মুক্তমঞ্চ চত্বর থেকে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বিরামপুর থানা পুলিশ এর এস আই দুলু মিয়া, বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আঃ আজিজ প্রমুখ।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় জুলাই ৩৬ এর উপর বিরামপুর কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আজরা সাদিয়া, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণীর ছাত্রী নওশীন আক্তার নওরীন এবং ৮ম শ্রেণীর আজমীরা হোসেন, বিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী প্রতিভা কুন্ডু, ছাত্র প্রতিনিধি তন্ময় হোসেন ও বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ মতিন, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী ও আয়োজক কমিটির সদস্য সচিব আতাউর রহমান বক্তব্য রাখেন।

oppo_0

কর্মশালায় বক্তারা বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় তার বক্তব্যে বলেন, 'তরুণ সমাজকে যদি বিজ্ঞানের সাথে আমরা যুক্ত করতে পারি তাহলে অনেক অনেক নতুন কিছু আমরা বাংলাদেশকে উপহার দিতে পারবো’ এ বলে তিনি তরুণ সমাজকে বিজ্ঞানের সাথে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মশালা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কণ, সুন্দর হাতের লেখা ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব মেলায় অংশগ্রহণকারী অনুভা কেক সপের তৈরিকৃত বিভিন্ন ধরনের কেক, জোলাগাড়ি মহিলা কুটির শিল্পসমিতির তৈরিকৃত পণ্য সামগ্রী, উপজেলা কৃষি অফিসের কৃত্রিম উপায়ে মধু সংগ্রহ ও সবজি ফসলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দুধে ফ্যাট পরিমাপক যন্ত্র, খাসিকর, কৃত্রিম প্রজনন ও পশুর শিং ছোট করণের আধুনিক যন্ত্র সমূহ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলায় ২ দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের স্টলসমূহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram