ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৫

চিলমারীতে সরকারি বীজ ও সার বিক্রির সময় কৃষি কর্মকর্তা আটক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সবজি বাগানের সরকারি প্রণোদনার বীজ ও সার কীটনাশকের দোকানে বিক্রির সময় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। রোববার দুপুরে রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে বিক্রিকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই উপ-সহকারী কৃষি অফিসারের নাম আতোয়ার রহমান। তিনি রমনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে উপজেলা কৃষি অফিস থেকে এসএসিপি নামক একটি প্রকল্পের প্রণোদনার বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। ঐদিন দুপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান বিভিন্ন কৃষকের নামের প্রণোদনার ৫প্যাকেট বীজ ও ১২০ কেজি সার উত্তোলন করে জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। এসময় স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে বীজ ও সারসহ ওই কর্মকর্তাকে আটক করে। পরে স্থানীয় জনতা উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন।

এ সময় উপস্থিত স্থানীয় মাহমুদুল হাসান বাবু, লুৎফুর রহমান লিপ্টন, আবু সাইদ হোসেন পাখি, আবু হানিফা সাদ্দামসহ বেশ কয়েকজন জানান, দুপুরে কৃষি অফিস থেকে অটোতে করে সার ও বীজ বিক্রি করার জন্য এই দোকানে নিয়ে আসেন ওই কর্মকর্তা। পরে আমরা বিষয়টি বুঝতে পেরে হাতেনাতে বিএসকে দোকানেই আটক করি। কৃষকের সার কিভাবে দোকানে বিক্রি হয়? এই প্রশ্ন স্থানীয় কৃষকদের। তারা তদন্ত করে ওই বিএসকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

কীটনাশক দোকানের মালিক মোঃ ফারুক ইসলাম বলেন, আমার সারের দোকান ওই বিএস অটোযোগে আমার দোকানে সার এবং বীজ নিয়ে আসেন। বিক্রয়ের উদ্দেশ্যে এনেছেন কিনা এমন প্রশ্নে দোকানদার বলেন, যেহেতু দোকানে নিয়ে এসেছে তাহলে অবশ্যই বিক্রির জন্য।

অভিযুক্ত কৃষি কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, পুষ্টিবাগানের বীজ ও সার কৃষকরা তুলে এনে দোকানে রেখেছে, তারা আগামীকাল নিয়ে যাবে। বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন রকম কথা বলতে থাকেন।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, খবর শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শুনেছি নদীর ওপারের কৃষকের সার তুলে তিনি দোকানে রেখেছেন, পরে কৃষক এসে নিয়ে যাবে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram