মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে লতিবপুর ইউনিয়ন বিএনপির দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড ওভারব্রিজ সহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় পথচারী সহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক কর্মীসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম একটি বিক্ষোভ মিছিল করার জন্য ওভারব্রিজের পূর্ব দিকে অবস্থান নেয়। মিছিলটি ওভারব্রিজের পশ্চিম দিকে যাওয়ার সময় লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ফজলু সহ তার অনুসারীরা অতর্কিত হামলা চালায়। পরে তা উভয়পক্ষে সংঘর্ষে রুপ নেয়। এ সময় সাদেকুল ইসলাম নামে স্বেচ্ছাসেবকদলের এক নেতাসহ আরো দু'জন আহত হন। পরে মিঠাপুকুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক ফজলু জানান, জাহাঙ্গীর আলম বিএনপির দুঃসময়ে দল পরিবর্তন করে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন। এখন নিজের খোলস পাল্টিয়ে আবার দলে ভিড়েছেন।
লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, পরিকল্পিত ভাবে আমাদের কর্মসূচীতে হামলা চালিয়েছে ফজলু এবং তার লোকজন। সে ইউনিয়ন বিএনপিকে বিভক্ত করতে চাইছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।