গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা ইউনিটের উদ্যোগে গুরুদাসপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ১০০ জন শীতার্ত অসহায়, প্রতিবন্ধী ও বয়স্ক নারী-পুরুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট প্রধান আক্তার হোসেন মিঠু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, উপজেলা স্কাউট প্রধান গোলাম মোস্তফা ভুলু ও উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলনেতা সৈকত হোসেন শুভ।
রেড ক্রিসেন্টের কম্বল পাওয়ায় উপজেলার নারায়ণপুর গ্রামের বৃদ্ধ শাহজাহান, শ্রীপুর গ্রামের প্রতিবন্ধী নাসিমা খাতুন, সলেমানসহ অসচ্ছল ও অসহায় নারী-পুরুষদের চোখে মুখে ছিল খুশির ঝলক। কিন্তু পর্যাপ্ত কম্বল না থাকায় অনেক মানুষকে ফিরতে হয়েছে শূণ্য হাতে।