তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুবলীগ নেতা ও সীমান্ত এলাকার চোরাকারবারি হিসেবে পরিচিত মোঃ রউফ মিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তাহিরপুর থানার পুলিশের একটি বিশেষ টিম কলাগাঁও বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূঁইয়া। এছাড়া অভিযানে অংশ নেয় ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, এএসআই কার্তিক পাল এবং সঙ্গীয় ফোর্স।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও খোঁজ নিয়ে জানা গেছে, রউফ মিয়া যুবলীগ নেতা পরিচয়ে গত ৫-৭ বছর ধরে বাদাঘাট গ্রামের(কামড়াবন্দ) ও সীমান্ত এলাকার স্থানীয় চোরাচালানীদের গডফাদারের বিশ্বস্ত সোর্স হিসেবে সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করে রাতের আধাঁরে ভারত থেকে অবৈধভাবে বড়চড়া, কলাগাঁও, ট্যাকেরঘাট, জংঙ্গলবাড়ি, লামাকাটা এলাকা দিয়ে ভারতীয় কয়লা, চিনি, মদ, গাজাঁসহ বিভিন্ন অবৈধ পণ্য দেশের ভেতরে নিয়ে আসত। পরে এসব অবৈধ পণ্য কলমাকান্দাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। পাশাপাশি অন্যান্য চোরাকারবারিদের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ম্যানেজ করার জন্য বিপুল অংকের চাঁদা আদায় করে আসছিল। ৫ আগস্টের পূর্ব ছাত্র-জনতার আন্দোলনে হামলা, মারপিটসহ নাশকতাও করেছে। তার অত্যাচারে সীমান্তবাসী অতিষ্ঠ। তার আটকের খবরে অনেকেই সন্তোষ প্রকাশ করছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রউফ মিয়াকে ১৬ ডিসেম্বর রুজু হওয়া একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গ্রেফতার দেখানো হয়। রবিবার (১২ জানুয়ারি) সকালে যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে আব্দুর রউফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বর্তমান সরকার বিরোধী কর্মকাণ্ডসহ সীমান্ত এলাকার নানান অনিয়মের অভিযোগ রয়েছে।