বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হরিণবদি গ্রামের প্রবীন মুরব্বি, কুলাউড়া উপজেলা ভূমি অফিসের কর্মচারি অনন্ত চন্দ্র দাসের বাবা বীর মুক্তিযোদ্ধা অনুকুল চন্দ্র দাস (৮৫) শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে পরলোক গমণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত নানা অসুখ বিসুখে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে শনিবার সকাল সাড়ে ১১টায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ারের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াতের অন্তেষ্টী ক্রিয়া (শেষকৃত্য) সম্পন্ন হয়েছে।