জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী পৌর শাখার নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। শুক্রবার রাতে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, উপজেলা আমির মোহাম্মদ মোস্তফা, পৌর আমির মো. কালিম উল্লাহ, সেক্রেটারি মো. মহসিন ভূঁইয়া, পৌর শূরা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, পৌর অফিস সেক্রেটারি কামাল উদ্দিন, হাফেজ আহম্মদ করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ আহম্মদ করিম, পৌর ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির আবু আহম্মদ, ৭নং ওয়ার্ডের আমির গোলাম মাওলা, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সহসভাপতি শেখ আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন প্রমুখ।