ঢাকা
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:২২
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৫

মহাসড়ক অবরোধ করে ঈশ্বরদীতে ইপিজেড কর্মী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী ইপিজেডের কম্পিউটার অপারেটর মেহেদী হাসান নাইম (২০) হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন, ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে নাইমের বাড়ির সামনে গোকুলনগর এলাকার মহাসড়কে পরিবারসহ সহস্রাধিক এলাকাবাসীর অংশগ্রহনে এসব কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও মহাসড়ক অবরোধে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। থানা পুলিশ উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ থেকে মুক্ত করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বিক্ষোভকারীরা ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানির এডমিন মিজানুর রহমান, ম্যানেজার মশিউর রহমানসহ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত নাইমের অন্তস্বত্তা স্ত্রী রিমি খাতুন অভিযোগ করে বলেন, নাইমের দক্ষতার কারণে কর্তৃপক্ষ তাকে পদোন্নতির জন্য মনোনীত করেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের এডমিন মিজানুর রহমান, ম্যানেজার মশিউর রহমান, হাবিব, প্রান্ত ও সজিবসহ কয়েকজন এই পদোন্নতি মেনে নিতে পারেনি। যেকারণে ঘটনার দিন তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মারধর করে নাইমকে গুরুতর আহত করে। এতে নাঈম অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ইপিজেড হাসপাতালে পরে রাজশাহীতে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রিমি বলেন, নাইম মৃত্যুর আগে কারা তাকে মারধর করেছে এবং জড়িতদের কথা বলে গেছে। ন্যায্য বিচার দাবি করে তিনি বলেন, জড়িতদের দ্রুত গ্রেফতার করে রিমান্ডে আনতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময় নিহত নাইমের বাবা মুক্তার হোসেন, মা চম্পা বেগম, সামাজিক সংগঠন মানাবের মাসুম পারভেজ কল্লোল, আউয়াল কবীর, আলিক হাসান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা তানজিদুর রহমান দেহান, মেহের হোসেন সৈকতসহ স্বজন ও সহস্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত নাইম ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানির কম্পিউটার পদে কর্মরত ছিলেন। নাইমের পরিবারের দাবি গত ৮ জানুয়ারী বুধবার অফিসে যাওয়ার পর পদোন্নতির বিষয় নিয়ে অফিস স্টাফদের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার মৃত্যু হয়। মেহেদী হাসান নাইম উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামের মাসুদুল হক মুক্তারের ছেলে। এঘটনায় প্রথমে ৬জনকে নামীয় আসামী করে থানায় মামলা দায়ের হলেও পরে অদৃশ্য কারণে হাবিব, প্রান্ত ও সজিবকে নামীয় এবং অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামী করা হয়। পুলিশ ১ নম্বর আসামী ওই প্রতিষ্ঠানের সহকারি এডমিন হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে। এবিষয়ে এডমিন মিজানুর রহমানের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ১ নম্বর আসামী হাবিবকে তাৎক্ষনিক গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে আনা হবে। প্রকৃত ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram