ঢাকা
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৫

ওমরা হজে গিয়ে ৫মাস যাবৎ নিখোঁজ গৌরীপুরের সাহেব আলী

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: সৌদি আরবে ওমরা হজ¦ করতে গিয়ে ৫মাস ধরে নিখোঁজ রয়েছেন মো. সাহেব আলী। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে নতুনবাজার মহল্লার মৃত হোসেন আলী মন্ডলের পুত্র। তিনি গত ২০ আগস্ট পবিত্র ওমরা হজ¦ পালনের জন্য এসভি-৮০৯ নং বিমানে সৌদি আরবে গিয়ে পৌঁছেন। ২১ আগস্ট ফজরের নামাজ শেষে মানার আল খায়ের হোটেলের ৯ম তলার ৯০৫নং নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর ওইদিন দুপুর ১২টার পর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন হাজিদের তত্ত্বাবধায়ক গৌরীপুর বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম। তিনি জানান, ২১আগস্ট দুপুরের পর নিখোঁজ হন তিনি। তাৎক্ষনিকভাবে সৌদিস্থ হজ¦ ক্যাম্প, হজ¦ মিশনে অভিযোগ করা হয়। স্থানীয় সকল থানায় ও আশপাশের সকল হাসপাতালসহ বিভিন্ন স্থানে এ সংক্রান্ত তথ্য প্রদান করে সন্ধান চাওয়া হয়। সংশ্লিষ্ট সকল স্থানে অভিযোগ করা হয়েছে এবং পার্সপোর্টও রেখে এসেছেন।

তাঁর সন্ধান চেয়ে ঢাকাস্থ হজ¦ অফিসের পরিচালক বরাবর ২৮আগস্ট আবেদন করেছেন তার পুত্র মনিরুজ্জামান। তিনি জানান, আমার বাবা গৌরীপুর ইউনিয়ন সিধলা ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা হিসাবে অবসরে আসেন। বাবা-মা উভয়েই ওমরা হজ¦ পালনের জন্য আল আসকা হাজী গ্রুপের মাধ্যমে স্থানীয় পথপ্রদর্শক মাওলানা মো. মোস্তাকিমের সঙ্গে সৌদি আরবে যান। সেখানে গিয়ে ২১আগস্ট থেকে বাবাকে খোঁজে পাওয়া যায়নি। মা দেশে ফিরে এসেছেন ২সেপ্টেম্বর। স্বামীর শোকে তিনিও চিন্তিত ও অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ মো. সাহেব আলীর পার্সপোর্ট নং এ-১২৮৫০১৩৩, ভিসা নং ৬১২২৮৬৪৯৯৬, সন্ধ্যানপ্রার্থী তার পুত্র মনিরুজ্জামানের মোবাইল নং ০১৭৩৩-২৮৫৬১৭।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram