মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। হাতুড় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ৪টি গ্রুপে তরুণদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি গ্রুপ বিজয়ী হন এবং তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় হাতুড় ইউনিয়নের পরিচ্চন্নতা অভিযান, বর্জ্য অপসারণ, মশক নিধন ও জলবদ্ধতা নিরসনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউপি সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।