ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে আন এন লিভ এর উদ্যোগে শীতার্ত অসহায় ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় ত্রিশাল নামাপাড়া দুখুমিয়া বিদ্যানিকেতন মাঠে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, দুখুমিয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, সাংবাদিক মামুনুর রশিদ, ফয়জুর রহমান ফরহাদ, সাংবাদিক রাইহান, এসএম মাসুদ রানা প্রমুখ।