গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের গাড়ি বহরে হামলায় সম্পৃক্ততা নেই দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। মঙ্গলবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে, গত সোমবার উপজেলার সিধলা ইউনিয়নের টেঙ্গুরিপাড়া গ্রামে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে দুবৃর্ত্তরা। এতে ৫জন আহত হয়। ঘটনার পর বিএনপি নেতা ইকবালের অভিযোগ করেন, হামলার সাথে বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমানের লোকজন জড়িত।
এদিকে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে হামলার ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, সিধলা ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে একটি আকিকার দাওয়াত নিয়ে পারিবারিক মতবিরোধ এবং তাত্রাকান্দা গ্রামের জমিসংক্রান্ত স্থানীয় বিরোধ নিয়ে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের বিরুদ্ধে গ্রামের মানুষ একধরনের সামাজিক বয়কটের পরিস্থিতি তৈরি হয়। যার কারণে লোকজন গ্রামে ঢুকতে বাধা দেয় এবং গ্রামবাসী ও ইকবাল হোসাইনের বহরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাকে জড়ানোর অপচেষ্টা হয়।
সোমবার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নিজ ইউনিয়ন সিধলার টেংগুরিপাড়া গ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশন করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনভাবেই উপরোক্ত বিষয়ে সম্পৃক্ত নই।
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, বিএনপির নেতা হিরণের সাথে আমার কোন দ্বন্দ্ব নেই। সোমবার সিধলা ইউনিয়নের একটি আকিকার অনুষ্ঠানে যাওয়ার পথে আমার গাড়িবহরে হামলা ও ভাঙচুর করে হিরণের অনুসারীরা। আর স্থানীয় জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার গাড়িবহরে হামলা হয়েছে হিরণের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হামলার ঘটনায় আমি আইনানুগ ব্যবস্থা নেবো।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।