ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৫০ লিটার চোলাই মদ ও ১০০ লিটার জাওয়া মদসহ ৩জনকে আটক করেছে যৌথবাহিনী।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, মঙ্গলবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ইসলামপুর পৌর শহরের ঋষিপাড়া থেকে অভিযান চালিয়ে পরিতোষ (২৮), দিলিপ (৪২) ও নিবাসী (৪৫) কে ১৫০ লিটার মদ সহ আটক করা হয়েছে। এসময় ব্যবসায়িক উদ্দেশ্য তৈরি করা মাটির নিচ থেকে ১০০ লিটার জাওয়া মদ ও ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
সাইফুল্লাহ সাইফ আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পরে আদালত প্রেরণ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।