চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জোড়া হত্যা মামলার বিচার এবং নিরাপত্তা চেয়ে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করেছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুস সাত্তারের মেয়ে মোসাঃ রশিদা খাতুন।
তিনি বলেন, গত বছরের ২০ নভেম্বর জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরে তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখলে নিতে পরিকল্পিতভাবে একই এলাকার মোঃ রফিকুল ইসলাম মাস্টার গং দলবল নিয়ে আমার বাবা আব্দুস সাত্তার এবং তাদের আত্মীয় মোঃ তোবজুল ইসলামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা এবং বেশ কয়েকজনকে গুরুত্বর আহত করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করি আমি। পুলিশ ৭ জনকে গ্রেফতার করে এবং ৫ জন আসামি জামিন নিয়ে গত ৪ জানুয়ারি আমার এবং তোবজুলের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান অব্যাহত রেখেছে। তিনি, এই দুটি হত্যাকান্ডের ন্যায় বিচার দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোঃ তোবজুল ইসলামের স্ত্রী মোসাঃ রাজিয়া বেগমসহ আত্মীয়-স্বজন।