মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন সুবিধা বঞ্চিত ৭৫ জন শীতার্ত প্রতিবন্ধী ও ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌরসভা ও উপজেলার বিভিন্ন সড়কের পাশে গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঘুরে উপজেলা প্রশাসনের পক্ষে এ সব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম। এছাড়াও দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগেও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম শীতার্ত দুস্থ, অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম জানান, উপজেলা প্রশাসনের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চলমান থাকবে।