ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশ চোলাই মদসহ এক মহিলাকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত দেলুর মেয়ে ফরিদা বিবি (৫০) দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ২ লিটার মদসহ তাকে গ্রেফতার করে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দাইখাড়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।