ঢাকা
২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৫

গৌরীপুরে সরিষা ফুলে দিগন্তজুড়ে হলুদের বাগিচা, বাম্পার ফলনের আশা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে সরিষার হলদে ফুলে ছেয়ে গেছে কৃষকের ফসলের মাঠ। দেখে মনে হয় যেন দিগন্তজুড়ে হলুদের বাগিচা বিছানো। এমনই চোখ ধাঁধানো প্রকৃতির রূপ দেখা যায় গৌরীপুর উপজেলার চরাঞ্চলসহ পুরো উপজেলার ফসলের মাঠজুড়ে। যত দূর চোখ যায়, তত দূরেই দেখা যায় হলদে রঙের সরিষা ফুল। পৌষের কনকনে শীতেও মনে হচ্ছে প্রকৃতিতে বসন্তের ছোঁয়া। কুয়াশায় ধূসর প্রান্তরের মাঝেও দূর থেকে চোখে ভেসে উঠে সরিষার হলুদ মাঠ। এই হলদিয়া মাঠে এসেছে প্রজাপতি, মৌমাছি, পোকামাকড় থেকে শুরু করে পাখিরাও।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ও ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ভোজ্যতেলের আমদানি কমাতে এবার কৃষি অফিস সরিষা আবাদ বাড়াতে প্রণোদনার মাধ্যমে ২১০০ কৃষককে বিনামূলে সরিষা বীজ ও সার দিয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগে অনেকে পতিত জমিতে সরিষা চাষ করেছেন।

উপজেলার ভবানীপুর, তাঁতকুড়া, গুঁজিখা, ধরুয়া, কলতাপাড়া, বোকাইনগর, ভাংনামারী, কাউরাট, গোবিন্দপুর, নামাপাড়া, শৌলগাই সহ বিভিন্ন গ্রামে সরিষার মাঠ ঘুরে দেখা যায়, নানা রঙের প্রজাপতিতে ভরে আছে সরিষার ক্ষেত। রঙ-বেরঙের প্রজাপতি ডানা ঝাপটানো হৃদয়ে জাগাবে নবতর আনন্দ। কোথাও ঝলক দিয়ে উঠছে কালো ডানায় হলুদ-লালের মিশ্রণ, নীল, সবুজ, লাল-নীলের ডোরাকাটা বিভিন্ন রঙের প্রজাপতি। প্রজাপতিরা এখানে আসে বিশ্রাম নিতে। অনেক দূর উড়ে উড়ে ঘুরে বেড়ানোর পর সরিষার মাদকতা তাদের আকৃষ্ট করে।

সরিষা চাষিরা জানান, আমন ধান কাটার পর কৃষি জমি অনেকটা অলস পড়ে থাকে। সেই ফাঁকা মাঠে সরিষা চাষ করে জমির উর্বরতা রক্ষার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ধুরুয়া গ্রামের কৃষক আঃ রাজ্জাক জানান, তিনি ৯০ শতাংশ জমিতে সরিষার চাষ করেছেন। ভালো ফলনের আশা তার। সরিষার ফুল বিক্রি করেও বেশ আয় হয়।

সরিষার ঝাঁজালো ঘ্রাণে মুখরিত চারদিক। বেশির ভাগ ফুলেই এই সময়ে গন্ধ থাকে না কেবল সরিষা ফুল ছাড়া। এ ঘ্রাণে ফুসফুসের উপকার হয়। এছাড়াও, সরিষার মাঠে হুমড়ি খেয়ে ছবি তুলতে ব্যস্ত বিভিন্ন গ্রাম থেকে শহুরে মানুষজন। ভ্রমর মধু খুঁজে ফিরছে এই ফুলে, মৌয়ালরা মৌমাছি চাষ করে এই মধু সংগ্রহ করছেন সরিষার মাঠে। চাষিরা ব্যস্ত সরিষা ফুল তুলতে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন বলেন, আমাদের ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সরিষা আবাদ বাড়াতে প্রণোদনা কর্মসূচি দেয়া হয়েছে। কৃষক যেন ভালো ফলন পায় সেই লক্ষ্যে কৃষি বিভাগের টিম মাঠে কাজ করছে। আশা করছি বাম্পার ফলন হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram