কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে ওয়াকাথন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যেদের মধ্যে সহকারী কমিশনার ভুমি সঞ্জয় দাস, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, সরকারি তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ বজলুল করিম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম সহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ওয়াকাথনে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।