মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই "এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফেরদৌস রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নাসির হাওলাদার ও মোঃ সুজন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দ।