গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমুখ।
জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী তরুণ ছাত্রদের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হওয়ার অবদান উল্লেখ করে বক্তব্য রাখেন বক্তারা।