অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে চর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনায় এক পক্ষের মামলায় পুলিশ হেফাজতে থাকা বিএনপি নেতা মো. জসীম উদ্দিন তুহিনকে গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজ রবিবার বেলা ১১ টার দিকে একপক্ষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং অপরপক্ষ সাংবাদিক সম্মেলন করেছেন।
সূত্র জানায়, বাউফলের কালাইয়া ইউনিয়নের চর ফেডারেশন ও তৎসংলগ্ন এলাকায় তরমুজের চাষ নিয়ে কয়েক হাজার একর বন্দোবস্তকৃত ও খাসজমি দখলকে কেন্দ্র করে গত শনিবার (২৮ ডিসেম্বর) দুই পক্ষের সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ পঞ্চায়েত (৩৮), ছাত্রদলের কর্মী মো. জয় (২৪), মো. রেদোয়ান (২৫), মো. ইয়াসিন (২৪) এবং মো. সজল (২৩) সহ কমপক্ষে ১০ আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ঘটনার জেরে গত শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন তুহিনের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য তুহিন একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও তার ওপর আরেক দফা হামলা চালানো হয় এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে ওই দোকান থেকে তুহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে চর ফেডারেশনে সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রদল কর্মী ইয়াসিন শনিবার রাতে বিএনপি নেতা জসিম উদ্দিন তুহিনকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন। গতকাল রবিবার সকালে ওই মামলায় তুহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে চর ফেডারেশনে হামলার প্রতিবাদে কালাইয়া ইউনিয়ন বিএনপির ব্যানারে রবিবার বেলা ১১ টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে কালাইয়া ইউনিয়ন বিএনপির একাংশ ছাড়াও উপজেলার ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেয়।
অপরদিকে বেলা সাড়ে ১২ টার দিকে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন তুহিনকে প্রকাশ্যে মারধর করার পর পুলিশ হেফাজতে নিয়ে গ্রেপ্তার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জসীম উদ্দিন তুহিন সমর্থিত বিএনপির অপর পক্ষ। কালাইয়া ইউনিয়ন বিএনপির ব্যানারে আয়োজিত কালাইয়া বন্দরে জসীম উদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আতাহার সিকদার বলেন, বিএনপি নেতা জসীম উদ্দিন তুহিনকে সন্ত্রাসীদের হাত থেকে পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো একটি ন্যাক্কারজনক ঘটনা। তুহিন কোনো হামলার ঘটনার সঙ্গে জড়িত না থেকেও আসামি হয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। একপক্ষ মামলা করেছে। ওই মামলায় বিএনপি নেতা জসীম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।