নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় পড়ে সাজিদ কবির (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার পর মেরিন ড্রাইভের ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে সাজিদের মোটর সাইকেলটি দুর্ঘটনায় কবলিত হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা আরও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
সাজিদ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে। বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে এইচএসসিতে পড়াশোনা করছিলেন। নিহত সাজিদ কক্সবাজার সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক কবির আহমদের একমাত্র ছেলে।
উখিয়ার ওসি আরিফ হোসাইন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।