আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ঢাকা- সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বাগবাড়ী এলাকা থেকে ছিনতাই হওয়া ১৮ টন রড ভর্তি ট্রাক বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে উদ্ধার করেছে। সেই সঙ্গে ছিনতাইয়ের সাথে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার কেেছ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে । তবে তদন্তের স্বার্থে পুলিশ তথ্য দিতে বিলম্ব করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচরুখী এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. রাব্বি (৩০), সদর থানার চর সৈয়দপুর এলাকার সেলিম মিয়ার পুত্র আহাদ (২৪), কুমিল্লা জেলার হোমনা থানার বিথি কালমিনা এলাকার ( এপি- ছনপাড়া এলাকার মোশারফ হোসেনের বাড়ীর ভাড়াটিয়া) ছোটন মিয়ার পুত্র চঞ্চল মিয়া (২৭) এবং পাঁচরুখী এলাকার আঃ সাত্তারের পুত্র আঃ রহমান ওরফে আবির (২৪)।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঢাকার কোনাপাড়া এলাকা থেকে একটি ট্রাক ১৮ টন রড ভর্তি করে কিশোরগঞ্জের উদ্দ্যেশ্যে রওয়ানা দেয়। ট্রাকটি রড নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ বাগবাড়ী এলাকায় পৌঁছা মাত্র অপর একটি ড্রামট্রাক দিয়ে সড়কে বেরিকেড দিয়ে ১০ থেকে ১২ জন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে এবং ট্রাকের চালক জাফর আলী (৫০) ও হেলপার শাহাদাত (১৮) কে চোখ ও হাত-পা বেঁধে ফেলে রেখে তাদের সাথে থাকা নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে রড ভর্তি ট্রাকটি নিজেরাই চালিয়ে নিয়ে যায়। ট্রাকে জিপিএস লাগানো থাকায় এবং সাথে সাথে পুলিশে সংবাদ দেয়ায় পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং রাত ৩টার দিকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে ছিনতাই হওয়া রডসহ ট্রাকটি উদ্ধার ও ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে।
আরো ৬জন ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানায়।
প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা এবং ছনপাড়া, বাগবাড়ী এলাকায় সড়কে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা ভয়ানক ভাবে বেড়েে গেছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ছিনতাই রোধে পুলিশ যথাসাধ্য পদক্ষেপ গ্রহণ করছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে।