চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উপ-সচিব পদে সকল কোটার অবসান, জনবান্ধব সিভিল সার্ভিস ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণী, মৎস্যসহ ২৫ ক্যাডারের সদস্যরা।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষা ক্যাডারের পক্ষ থেকে নবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, স্বাস্থ্য ক্যাডারের ২৫০ শয্যা বিশিষ্ট নবাবগঞ্জ সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ, কৃষি ক্যাডারের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
এ সময় বক্তারা, জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সংস্কার কমিশনের যে সুপারিশ তা প্রত্যাখান করেন। বক্তারা বলেন, কমিশন এই সুপারিশের মাধ্যমে ক্যাডার ক্যাডার দ্বন্দ্বের সৃষ্টি করে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার চক্রান্ত করছে। তারা জানান, ক্যাডার যার মন্ত্রণালয় তার। উপ-সচিব পদে কোন কোটা নয়; জানিয়ে বক্তারা বলেন, সকল ক্যাডার সমানভাবে অধিকার পাবে। পদোন্নতি, পদমর্যাদা, নিরাপত্তা এবং সরকারি সুবিধা একই হবে। কোন বৈষম্য থাকবেনা।
এ সময় বক্তারা আরও বলেন, সংস্কার কমিশনের যে সুপারিশ আমরা সেই ৫০ শতাংশ নয়, শতভাগ চাই এবং প্রতিযোগিতা উন্মুক্ত হবে। যারা টিকবে তারাই রাষ্ট্রের উপ-সচিব হবে। এছাড়া বিভিন্ন ক্যাডারে যে নানা বৈষম্য রয়েছে তা দুর করার দাবি জানান বক্তারা।