ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুভেচ্ছা, আর্থিক সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন। মতবিনিময় শেষে উপজেলার ৭৬ টি চার্চের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।