মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পাঁচ দিনব্যাপী ১৭তম অন্তহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সোমবার বিকেলে গার্লস ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল আরমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি হাউজের ১৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে। ক্যাডেটদের ছোট দল ও বড় দলে বিভক্ত করা হয়েছে। দু'দলে খেলার মোট ইভেন্ট ছিল ২৫টি।
রাজিয়া হাউজ চ্যাম্পিয়ন ও বীর প্রতিক সিতারা হাউজ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
গত বৃহস্পতিবার সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পাঁচ দিনব্যাপী ১৭তম অন্তহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রধান অতিথি ক্যাডেটদের ক্যাডেটদের দক্ষতা ও কঠোর অনুশীলনের ভূয়সী প্রশংসা করেন।