বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কড়া নিরাপত্তাব্যবস্থা ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজনে মেধা যাচাই বৃত্তি পরিক্ষা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিফটে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। দ্বিতীয় শিফট দুপুর দেড় টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নিয়েছে। এদিকে মেধা যাচাই বৃত্তি পরিক্ষাকে ঘিরে উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবকদের মিলমমেলা ঘটেছে। মেধাবৃত্তি পরিক্ষায় এ বছর উপজেলার ১০টি ইউনিয়নের ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০৭১ অংশ গ্রহণ করেছে। এরই মধ্যে ছাত্র ৪৩৩,ছাত্রী ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
এসোসিয়েশনের সভাপতি মো: শাহ আলম জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির মোট ১০৭১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেছে। এতে করে শিক্ষার্থীদের মননশীল ও মেধার পুনঃ বিকাশে ভূমিকা রাখবে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও পরিক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম মৃধা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন গুলো প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এসোসিয়েশনের এ আয়োজনে শিশু শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে যাবে।
অন্যান্যদের মাঝে পরিক্ষা সেন্টার পরির্দন করেন প্রেসক্লাব বিজয়নগরের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।