ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৪

পঞ্চগড়ে ৯ কোটি টাকার আইস ও হেরোইনসহ যুবক আটক

মোঃএনামুল হক পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের মাঝিপাড়া সীমান্ত থেকে ১ কেজি ৭৯০গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে বাংলাবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান পঞ্চগড় শহর অভিমুখে যাবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে অধীনস্থ মাঝিপাড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩৪/এমপি হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকার নিয়মিত চেকপোস্টে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। আনুমানিক সকাল ১১ টায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে আসলে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায় (২২) নামের একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদকদ্রব্যসমূহ পরীক্ষা করে ক্রিস্টাল মেথ আইস ও হেরোইন নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা।
আটককৃত হরসিত রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের ধর্মনারায়ণ রায়ের ছেলে। আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram