কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে আসাদুল ইসলাম (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার আসাদুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সোনামুখী ইউনিয়নের সভাপতি এবং সোনামুখী গ্রামের আব্দুস সোবহানের পুত্র।
কাজিপুর থানার ওসি তদন্ত লাল মিয়া জানান, গ্রেপ্তার আসাদুল মারপিট ও বিস্ফোকদ্রুব্য আইনের মামলার এজাহারভূক্ত আসামী। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভানুডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।