ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:০১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৪

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৯.১ ডিগ্রিতে

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সাত জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ১০ দশমিক ৪ ডিগ্রি, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের নিকলিতে ১০ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ১০ দশমিক ৬ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত এসব এলাকার মানুষের জীবনযাত্রা। ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষজন। ফলে আয় কমেছে তাদের।

এ ছাড়া শীতজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ।

চলতি সপ্তাহে দিন ও রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram