ঢাকা
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২৪

বাউফলে বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে বিজয় দিবসের র‍্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয় রায়হান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান। এদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল ভিন্নভাবে র‍্যালি বের করে। বাউফল সরকারি কলেজের সামনে দুই গ্রুপ মুখোমুখি হলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মিজানুর রহমান, হৃদয় রায়হান ও রেদোয়ান আহত হয়। ঘটনার পর প্রথমে হৃদয় ও রেদোয়ানকে বাউফল হাসপাতালে এনে ভর্তি করা হয়। এর কিছু সময় পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে নিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন হাসপাতালে এলে ছাত্রদল নেতা হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা করে। এসময় আমির হোসেনের মাথা ফেটে যায়। পরে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram