জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত ঘরে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে প্রাথমিকভাবে দেড় লাখ টাকার ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
রোববার বিকাল তিনটার দিকে পৌর শহরের পানি উন্নয়ন বোর্ডের সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দল আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংরক্ষিত পরিত্যাক্ত আধা পাকা ঘরে দীর্ঘ দিন যাবৎ মাদক সেবীরা মাদক সেবন করে আসছে। বিকালে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস দলকে খবর দেন। ফায়ার সার্ভিস দল ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার জামিল আহমেদ ঘটনার সত্যতা শিকার করেছেন।
সোনাগাজী পৌরভার পরিচ্ছন্নকর্মী রফিকুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের সংরক্ষিত ওই এলাকায় কেউ না থাকার কারণে পরিত্যাক্ত ঘরগুলোতে মাদক সেবীরা নিয়মিত মাদক সেবন করে। তারা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে।