তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার( ১৫ ডিসেম্বর) সকালে উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার আঙ্গারউলি হাওরের বাঁধের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
উপজেলায় ছোট বড় ২৩ টি হাওরের ১৪০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের কাজ হবে। এতে ১২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৭৬ টি প্রকল্প বাস্তবায়ন করা বলে জানাগেছে। এসব প্রকল্প আগামী ২৮ শে ফেব্রুয়ারী শেষ হবে।
এসময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন,সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন,সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের এসও মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।