ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়া উপজেলার রহমত ঘাটে মাছ ক্রয়-বিক্রয় নিয়ে বেচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটে। এতে ৮ জন আহত। একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা পল্লি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার রহমত বাজার মৎস্য ঘাটে মারামারির এ ঘটনা ঘটে। এতে আহত মাছ বেপারীরা হলেন- হাতিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের মোঃ ভুট্টোর ছেলে আলাউদ্দিন আলো, সেকান্দর হোসেন সেকুর ছেলে মোঃ সোহরাব, কালুর ছেলে আকবর,দুলালের ছেলে হেজু,কালুর ছেলে নুর উদ্দিন, আজহারের ছেলে মামুন, মস্টারের ছেলে দিদার এবং রহমত বাজার এলাকার বেচু মাঝি।
আহতদের মধ্যে সোহরাব, আলো এবং দিদার জানান, আমারা সকালে রহমত ঘাটে মাছ কিনতে যায়। সঠিক দামে আমরা মাছ কিনার চেষ্টা করলে ঘাট এলাকার আলাউদ্দিন বেপারি আরো কম দামে মাছ নিয়ে যেতে চাই। এ নিয়েই ঘাট এলাকার আলাউদ্দিন, ইলিয়াছ ও আফসার বেপারীসহ ২৫থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে লাঠি, ভার বাঁশ নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে। আহতরা আরো জানান, ঘটনার সময় তাদের কাছে থাকা টাকাপয়সা সব নিয়ে গেছে, মাছ বহন করার একটি হোন্ডাও তারা রেখে দিয়েছে।
ঘটনা সম্পর্কে আহত বেচু মাঝি জানান, মারামারি থামাতে গিয়ে হামলাকারীদের দ্বারা আমিও মারাত্মক ভাবে আহত হই।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আলাউদ্দিন আলোর বিষয়ে কর্তব্যরত চিকিৎসক মানছুরুল হক জানান, মাথায় পুলা জখমসহ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।