গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষকদের সংগঠিত করার লক্ষ্য কেন্দ্রীয় নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল গফরগাঁও উপজেলা শাখা কতৃক আয়োজিত সমগ্র উপজেলা ব্যাপী কৃষক সমাবেশ সালটিয়া ইউনিয়ন ধামাইলে নেতাকর্মীদের সাথে স্থানীয় কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা,ময়মনসিংহ দঃজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজিম, কেন্দ্রীয় কৃষকদলের সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা আফরোজা রওশন, গফরগাঁও পৌর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, গফরগাঁও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম চঞ্চল, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল আল নিহাদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান দীপ্ত, গফরগাঁও পৌর কৃষকদলের আহবায়ক নাসির হোসেন, গফরগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব সজিবুল ইসলাম,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শুভ, গফরগাঁও উপজেলা কৃষকদল নেতা আবদুল কাইয়ুম, মিনজু, হাজী আনোয়ার, শরিফ সহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীসমর্থকবৃন্দগণ উপস্থিত ছিলেন
এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করে রাখেন। উক্ত অনুষ্ঠান শেষে গফরগাঁও উপজেলা কৃষকদলের নেতারা নিজ উদ্যোগে উপস্থিত কৃষকদের মাঝে কিছু কৃষিপণ্য/বীজ বিতরণ করেন এবং কৃষকদের সাথে খাওয়া দাওয়া করেন। গফরগাঁও উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল আল নিহাদ একান্ত সাক্ষাতে বলেন-আওয়ামীলীগ সরকার বিগত দিনে কৃষিখাতকে নষ্ট করেছিলো বলেই বাংলাদেশের মানুষ অনেক দামে কৃষিপন্য কিনতো এখন আগামীর বাংলাদেশকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিভাবে আবারো কৃষিনির্ভর করে গড়ে তুলা যায় এবং সবকিছু সুন্দর ভাবে উৎপাদন করে তা সঠিকভাবে বাজারজাত করে মানুষের হাতের নাগালে স্বল্পমূল্য পৌছে দেওয়া যায় সেই লক্ষ্য সারাবাংলার কৃষকদল তথা গফরগাঁও উপজেলা কৃষকদল কাজ করে যাচ্ছে।