হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপ ভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুটের ঘটনায় দুই ছাত্রদলের নেতাকে বহিস্কার করা হয়েছে। এ দিকে এ ঘটনায় ছাত্রদল নেতা ও কৃষি কর্মকর্তাসহ ১৮জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার বিকেলে মামলার বিষয়টি সাংবাদিকে নিশ্চিত করেছেন মামলার বাদি এসআই আব্দুল্লাহ আল মামুন।
মামলার অন্যতম আসামীরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ, একই এলাকার ছত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজ ও পাটগ্রাম উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিন প্রমুখ।
জানা গেছে, পার্শ্ববতী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে অবৈধ ভাবে ৮০ বস্তা বিভিন্ন সার বিক্রি করেন। গত সোমবার সেই সার গুলো নিয়ে একটি পিকআপ যোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজসহ আরও কয়েকজন গাড়ী থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সেই অভিযানে ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেয়া তথ্যমতে আরো ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুধবার ১১ডিসেম্বর সন্ধায় ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ ও ছত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজকে বহিস্কার করেন লালমনিরহাট জেলা ছাত্রদল।
এ দিকে এ ঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ, ছত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজ ও পাটগ্রাম উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিনসহ ১৮জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, লুট হওয়ার ৫৩ বস্তা সারের লটের ঘটনায় ১৮জনের বিরুদ্ধে একটি মামলায় দায়ের করা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা করা হচ্ছে।
পাটগ্রাম উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিন বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। তবে আমি এ ঘটনায় জড়িত নই।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার বলেন, সেবিনের বিরুদ্ধে মামলার বিষয়টি শুনেছি। তবে পুলিশ এখনো কোন কিছু জানায় নি।