ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:১১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৪

আজমির শরিফ নিয়ে যড়যন্ত্র ও আকিদ্বায় আঘাত সহ্য করবে না সুফিবাদীরা: নূর মো: রানা

মহিউদ্দিন সাগর, নগর প্রতিনিধি,চট্টগ্রাম: বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত ভারতের খাজা গরীব নেওয়াজ (রহ.) দরবার ও মাজার নিয়ে ষড়যন্ত্র,২০০ বছরের পুরানো মসজিদ ভাংচুর,ইসলামী ঐতিহ্য ধ্বংস,দেশের বিভিন্ন জেলা উপজেলায় ধর্মীয় উপসনালয়,মসজিদ, মাজার সমূহে সন্ত্রাসী হামলা,নিরীহ মানুষ হত্যা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় মিডিয়ায় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। ফোরামের  কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ মানববন্ধন সম্পন্ন হয়েছে। 

কেন্দ্রীয় মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম মওলা মুরাদ,এটিএন নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও বিশিষ্ট সুফি গবেষক এস এম আকাশ। ঘোষিত কর্মসূচি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মাইজভাণ্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান মাইজভান্ডারি। 

মানববন্ধনে উপস্থিত হয়ে সহমত ও বক্তব্য রাখেন হাফেজ নগর দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ আশেকুর রহমান, ওষখাইন আলীনগর দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া,নঈমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হক নঈমী,সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ ইলিয়াছ সোহেল,মাওলানা শাহ ফাইজুল কাবির বদরী,সাংবাদিক ইসমাইল ইমন,প্রচার সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মিয়াজী, শাহজাদা সৈয়দ মাহবুবুর রহমান,শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহজাহান,ইতিহাস গবেষক সোহেল মোঃ ফকরুদ্দিন,শাহজাদা মাওলানা ইশফাকুর রহমান,মাওলানা আবদুল মালেক আশরাফী,মাওলানা জহিরুল ইসলাম চাটগামী,মাওলানা দিদারুল আলম, হাফেজ মুহাম্মদ হাসান ইমাম,সৈয়দ সালাহ উদ্দিন খোকন,মুহাম্মদ নাঈম,মুহাম্মদ রাকিব,মো.আনিসুর রহমান বিপলু সহ প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিনা উসকানিতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ২০০ বছরের পুরানো মসজিদ ভাংচুর, ধর্মীয় ঐতিহ্য ধ্বংস করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, সূফীবাদী জনতা সবসময় শান্তি ও সম্প্রীতির পক্ষে কাজ করে। মানবতা বিধ্বংসী কোনো কর্মকাণ্ড তারা সমর্থন করে না। তারা বলেন,একটি উগ্রবাদী গোষ্ঠী ৫ আগস্টের পর হতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাজার,মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে হামলা করে নিরীহ মানুষ হত্যা ও দিন-দুপুরে আইনজীবী হত্যার তীব্র নিন্দা-প্রতিবাদ জানান। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তিকামনা করেন। একইসাথে একাত্তরের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তারা আরো বলেন, দেশে আর যেন নতুন করে বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। নেতৃবৃন্দ বলেন, দেশে সূফীবাদী শান্তিপ্রিয় এই বৃহত্তর জনগোষ্ঠীকে বঞ্চিত করে কেউ কিছু করতে চাইলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। আধ্যাত্মিক চেতনায় বিশ্বাসীরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। তাদের আস্তানায় হামলা, ভাংচুর করে যারা ইসলামের কৃষ্টি সভ্যতাকে ধ্বংস করতে চায়, তারা কখনো মুসলমান তথা ইসলামের কল্যাণ চাই না। তারা মূলত ইহুদি,নাসারার সহচর। এদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকায় আহ্বান জানান। তারা ভারতের গণমাধ্যম ও সংবাদপত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিডিয়া আগ্রাসনের প্রতিবাদ জানান এবং দেশের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram