আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার উপজেলার পারখিদিরপুর বাজারে জালশায় দোকান দেয়াকে কেন্দ্র করে শামীম হোসেনের ফলের দোকান হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে তার তিন থেকে চার লাখ টাকা ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্ত্রপুর মসজিদে জালসায় মোক্তার হোসেন ও মনির হোসেনের মধ্যে দোকান দেয়াকে কেন্দ্র করে বাগবিতাণ্ডা শুরু হয়।
এরই জেরে শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে পারখিদিরপুর বাজারে আফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন আসলে মোক্তার হোসেনের ছেলে শামীম হোসেন তাকে লক্ষ্য করে ইট দিয়ে মাথায় আঘাত কর। এসময় মনির হোসেন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন মনিরকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়।
পারখিদিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মহির হোসেন জানান, শুনেছি জালসায় দোকান নিয়ে ফল ব্যবসায়ী মোক্তার হোসেন ও ফল মনির হোসেনের ঝগড়া ঝাটি হয়। পরে বাজারে শামীম মনিরের মাথায় ইট দিয়ে মাথা কাঁটিয়ে দেয়। এই নিয়ে উভয়ের মধ্যে বাজারে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বাজার কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ খান জানান, জালসায় মারামারি রাতেই আমি স্থানীয় ভাবে মিমাংসা করে দিয়েছি। পরে শামীম মনিরকে মারধর করলে বিস্তার আকার ধরণ করে। তবে আমি উভয়কে সাথে নিয়ে আপোষ মিমাংসার করার চেষ্টা করছি।
বাজার ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে একটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করা ঠিক হয়নি। তবে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করা দরকার বলে মনে করছেন তারা।