জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে শনিবার নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। সকল ১০টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কামরুল হাসানের সভাপতিত্বে ও স্কাউট লিডার বেল্লাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন, বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শামছু উদ্দিন খোকন, উপজেলা জামায়াতের আমির মাও. মো. মোস্তফা, হেফাজতে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাঈন উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় দাস প্রমূখ।