ঢাকা
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:০৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৪

পার্বতীপুরে রেলওয়ে ভূ-সম্পত্তি লীজ অনিয়ম সেচ্ছাচারীতার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বতীপুর, (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকারঃ পাবীতীপুর রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের অবহেলায় পৈত্রিক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত এবং কৃষি লীজ প্রদানে অনিয়ম ও স্বেচ্ছাচারীতার অভিযোগ তুলে ধরেন ভূক্তভোগী মাহফুজুল ইসলাম চৌধুরী।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় পার্বতীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন। মাহফুজুল
ইসলাম চৌধুরী লিখিত অভিযোগে উল্লেখ করেন রেলওয়ের ১৯৯৭ সালে মধ্যপাড়া পাথর খনি সাথে রেল যোগাযোগ স্থাপন করতে মাহফুজুল ইসলাম চৌধুরীর পৈত্রিক ৩.২১ একর সম্পত্তি অধিকরণ করে রেল কর্তৃপক্ষ ও সম্পত্তি ওপর দিয়ে রেল লাইন স্থাপন করে। রেল লাইনের দুই পাশে পূর্ব হোসেনপুর মৌজার ১.৬৭ একর পতিত জমি পড়ে থাকে। মাহফুজুল ইসলাম চৌধুরী জীবিকার তাগিদে উক্ত সম্পত্তি ভোগ দখল করে চাষাবাদ করে আসছিল। গত ২২ নভেম্বর ২২ তারিখে প্রভাবশালী ব্যক্তি লীজ বাতিলের জন্য রেলওয়ে পাকশী ডিভিশনের বিভাগীয় ভূ-সম্পত্তির নিকট আবেদন করলেও কর্ণপাত করেননি ভূ-সম্পত্তি বিভাগ। জনৈক প্রভাবশালী ব্যাক্তিকে লীজ প্রদান করেন।মাহফুজুল ইসলাম চৌধুরী দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলেন আমাকে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও করেছে এবং রেলভূমি ছেড়ে দিতে প্রাণ নাশকের হুমকি-ধমকী দিয়ে থাকে প্রভাবশালী ব্যাক্তি। বিগত সময় প্রভাবশালী মহলের ভয়ে কোথাও কোন অভিযোগ তুলে ধরতে পারিনি। রেল বিভাগের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টার দৃষ্টি
আর্কষন ও বিষয়টি নিস্পত্তির আহবান জানান মাহফুজুল ইসলাম চৌধুরী। কর্তৃপক্ষ তদন্ত না করে মাহফুজুল ইসলাম চৌধুরীর বিষয়টি বিবেচনা না রেখে স্বজন প্রীতি না করে প্রভাবশালী ব্যক্তির নামে লীজ করে।

উল্লেখ্য যে মধ্যপাড়া পথার খনির সাথে রেললাইন স্থাপনের পর থেকে প্রায় ৩০ কিলোমিটার রেললাইন দু-পাশে পতিত জমি জমা ও লীজ সংক্রান্ত বিবাদ লেগেই থাকে। ফিল্ড কানুনগো ও রেলওয়ে পাকশী ডিভিশনের ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তার হস্তক্ষেপ করলেই নিরসন সহজে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram