চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: রকি তখন মাত্র চতুর্থ শ্রেণির ছাত্র, বয়স মাত্র ১০ বছর, ৩৩ মাস আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এখন হয়তো বয়স বেড়েছে, পরিবর্তন হয়েছে শারিরীক গঠন। কেমন আছে জানানে কেউ। সন্তানের খোঁজ না পেয়ে পাগলের মত এদিক সেদিক খুঁজে ফিরছে। বছরের পর বছর পার হলেও আশা ছাড়েনি রকির বাবা-মা। খুঁজতে খুঁজতে ক্লান্ত হলে বসে পড়ে ছেলের ছবি নিয়ে, ছেলের ছবিতে হাত বুলোতে বুলোতে ভেজা চোখে হাহাকার করে। ঘুমের ঘোরে উঠ পড়ে এই বুঝি রকি এলো, কান্নার রোলে ভারী হয়ে উঠে বাতাস।
২০২২ সালের জুলাই মাসে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি রকি, এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোন উপায় না পেয়ে তার পিতা নিখোঁজ ডায়েরি করেন বাক্ষ্মনবাড়িয়ার সড়াইল থানায়। নিখোঁজ রকি বাক্ষ্মন বাড়িয়ার সড়াইল থানার শাহবাজ পুরের রুশন মিয়ার ছেলে।
কেউ যেন বলেছে তার ছেলে চট্টগ্রামে আছে, যেই শোনা সেই খুঁজতে বের হওয়া, না এখনো সন্ধান মিলেনি। তবে এত সময় গড়ালেও এতটুকু হতাশ নয় তারা, ছলছল চোখে ঘুরে ফিরে তাকায় এই বুঝি রকি এলো।
রকির বাবা রুশন মিয়া সন্তানের খোঁজ পেতে সবার সহযোগিতা চান, যে যেভাবে পারুক রকিকে ফিরে পেতে সহযোগিতা করে বুকের বিশাল শূন্যতা আর হাহাকার দূর করে দিক। সন্তানের খোঁজ মিললে যোগাযোগ ( 01920532038, 01400932962) করতে অনুরোধ করেন।