ঢাকা
২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৭
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

আসিফ ও মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত সমর্থকদেরকে রাস্তায় থাকতে ইশরাকের নির্দেশনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বললেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সমর্থকদের তিনি এমন নির্দেশনা দেন।

ইশরাক হোসেন ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। ফলে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোয় বাধা নেই।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা বেশ কদিন ধরে আন্দোলন করে আসছিলেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কর্মী-সমর্থকরা সড়ক থেকে ওঠে যাবেন বলে ধারণা ছিল অনেকের। তবে, আদালতের আদেশে তার কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে বসেন তারা। এর কিছুক্ষণের মধ্যে ইশরাক হোসেনও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নয়া নির্দেশনা দিলেন।

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা গতকাল কাকরাইল এলাকায় আন্দোলন করেন। সেখানে দেয়া বক্তৃতায় বিএনপির এ নেতা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram