জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে একই দিনে ২ যুবক-যুবতি গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, তারা দুইজনেই আত্মহত্যা করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুস সালাম দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানোর সংবাদ নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মে সোমবার দিবাগত রাতে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের লিটন হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার (১৭) নিজ বাড়ির বসত ঘরে আড়ার সাথে লগায় গামছা লাগিয়ে আত্মহত্যা করেছেন।
সাব্বিরের বাবা ও ভাইয়েরা ঢাকায় বসবাস করেন। সে বাড়িতে একা ছিলো। সকালে তার প্রতিবেশীরা সাব্বিরকে ঘরের মধ্যে ঝুলতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেন।
অপরদিকে একই ইউনিয়নের চকমান গ্রামে ওমর আলী হাওলাদারের মেয়ে জবেদা অক্তার (১৮) পরিবারের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। মধ্য রাতে ঘরের রুমে কাঠের আড়ার সাথে জাবেদা আক্তারকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার পরিবার। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, যুবক ও যুবতির আত্মহত্যার ঘটনায় তাদের পরিবার পৃথক দুটি ইউডি মামলা দায়ের করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।